‘কোনও বাংলাদেশি ইসরায়েল ভ্রমণ করলে শাস্তি পেতে হবে’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 14:09:54

কোনও বাংলাদেশি ইসরায়েল ভ্রমণ করলে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার (২৬ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত ফিলিস্তিনিদের ওষুধ-সামগ্রী উপহার হস্তান্তর অনুষ্ঠান পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আব্দুল মোমেন বলেন, আমরা ইসরায়েলকে স্বীকৃতি দেইনি। বাংলাদেশ থেকে কেউ যদি ইসরায়েল ভ্রমণ করে তাকে শাস্তি পেতে হবে।

তিনি বলেন, ফিলিস্তিন আমাদের পুরনো বন্ধু। বাংলাদেশের জন্মের শুরু থেকেই আমরা ফিলিস্তিনকে সমর্থন করে যাচ্ছি। আমাদের জাতির পিতা সেই সময় নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের অবস্থান খুবই স্পষ্ট। কয়েকটি গণমাধ্যমে এ নিয়ে বিতর্ক সৃষ্টি করছে যা খুবই দুর্ভাগ্যজনক।

এ সম্পর্কিত আরও খবর