ডিএনসিসি আঞ্চলিক অফিসে দুদকের অভিযান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 16:35:37

ট্রেড লাইসেন্সসহ নানা ধরণের নাগরিক সুবিধা নিতে ঘুষ লেনদেনের অভিযোগের ভিত্তিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মিরপুর অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার ( ৯ অক্টোবর) দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনির চৌধুরীর নির্দেশে সহকারী পরিচালক সেলিনা আখতার মনির নেতৃত্বে পুলিশসহ সাত সদস্যের একটি দল এ অভিযান চালায়। এ সময় ডিএনসিসি’র প্রকৌশল শাখার চেইনম্যান মোঃ বাবুল সহ ৩ জনের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সকল কাজ করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। কিন্তু অভিযান দল উপস্থিত হওয়ামাত্র পালিয়ে যায় দালালরা।

তবে পালিয়ে যাওয়া ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেন ডিএনসিসি’র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা।

অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনির চৌধুরী বলেন, ‘দুদক সরকারি দফতরের সেবা প্রদানকে ঘুষের অভিশাপমুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতে দুর্নীতি বন্ধে প্রয়োজনে ট্র্যাপ অভিযান চালানো হবে।’

এ সম্পর্কিত আরও খবর