এলএসডি মাদক মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী রিমান্ডে

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 22:29:52

রাজধানীর একটি বাসা থেকে এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মাদক জব্দের মামলায় এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চুয়াল আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডকৃতরা হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সাকিব (রূপল) ও আসহাব ওয়াদুদ (তুর্য) এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিন আশরাফ।

গত ২৭ মে ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় এ তিন শিক্ষার্থীকে সাতদিন করে রিমান্ড চেয়েছিলেন ডিবি পুলিশের এসআই সালাম উদ্দিন কাদের।

গত ২৬ মে রাতে রাজধানীর একটি বাসা থেকে এলএসডি নামক (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মাদক জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ তিন শিক্ষার্থীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় এই তিনজনের কাছ থেকে ২০০টি এলএসডি জব্দ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর