ভূমিকম্পে সিলেটে হেলে পড়েছে বহুতল ভবন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-09-01 08:28:03

সিলেটে দুই দিনে পাঁচ দফা ভূমিকম্পে একটি বহুতল ভবন হেলে পড়েছে। নগরীর জিন্দাবাজার এলাকার ৬ তলা বিশিষ্ট ওই ভবনটি আংশিক হেলে পড়ে। এদিকে ভবনটি খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন।

শনিবার (২৯ মে) দফায় দফায় ভূমিকম্প হওয়ার পর রোববার (৩০ মে) ভোর ৪টা ৩৫ মিনিটে সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, ভোর ৪টা ৩৫ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২ দশমিক ৮।

এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২০৫ কিলোমিটার উত্তর-পূর্বে। অর্থাৎ আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল সিলেটের সীমান্তবর্তী এলাকা।

ভূমিকম্প আতঙ্কে অনেকে বহুতল বাসা-বাড়ি থেকে নিচে নেমে আসেন। শনিবার একাধিক বার ভূমিকম্প হওয়ার পর থেকে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট ভূমিকম্পের পর বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। আর বড় ধরনের ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সিলেট।

এ সম্পর্কিত আরও খবর