ইয়াসে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন সকিনা বয়েজ ক্লাব

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা | 2023-08-25 04:00:36

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে খাদ্য সহায়তা দিল সকিনা বয়েজ ক্লাব। এর আগেও ১০০ পরিবারকে শুকনো খাবার বিতরণ করেন সংগঠনটি।

শনিবার (২৯ মে) বিকাল ৫ টার দিকে সোনাকাটা ইউনিয়নের ঘূর্ণিঝড় ইয়াসের করণে ক্ষতিগ্রস্তদের মাঝে এ খাদ্য সহায়তা বিতারণ করা হয়।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগর ও নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রভাবিত হওয়াতে উপজেলার সোনাকাটা ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়। এতে অসহায় হয়ে পরে কয়েক হাজার পরিবার। তরুণদের সামাজিক সংগঠন সকিনা বয়েজ ক্লাব ঐসব অসহায় মানুষেদর নিজ উদ্যোগে গত ২৭ মে প্রথমে ১০০ পরিবারকে শুকনো খাবার মুড়ি,বিস্কুট ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। পরে আরও ২০ পরিবারকে চাল, ডাল, আলু ও তেল সহ খাদ্য সামগ্রী বিতরণ করে।

সংগঠনটির সভাপতি প্রিন্স মোঃ ওলি উল্লাহ বলেন, আমরা তরুণরা মিলে সকিনা বয়েজ ক্লাব নামের একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গরিব ও অসহায় মানুষের পাশে দাড়ানো। এরই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় 'ইয়াসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সংগঠনটির উদ্যোগে সদস্যদের নিয়ে সবার বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে অসহায় মানুষদের পাশে থাকবে সংগঠনটি।

খাদ্য সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাকিব খান, সদস্য  রাহাত,রবিউল, জসিম, বনি আমিন, বেল্লাল ও নেছার ফকির প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর