নোয়াখালীতে করোনায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ১০১

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-25 02:40:19

নোয়াখালীতে ঈদুল ফিতর পরবর্তী সময়ে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (৩১ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

জানা যায়, জেলায় মোট আক্রান্তের হার ৯ দশমিক ৭১ শতাংশ। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২জনের। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২১ জন।

মাসুম ইফতেখার জানান, ২৪ ঘণ্টায় নোয়াখালীতে নতুন করে ১০১ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে সদর ও বেগমগঞ্জ উপজেলায় দুই জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরে ৬১ জন, সুবর্ণচরে ১ জন, বেগমগঞ্জে ১২ জন, সোনাইমুড়ীতে ৪ জন, চাটখিলে ৭ জন, সেনবাগে ৬ জন, কোম্পানীগঞ্জে ৯ জন ও কবিরহাটে ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন আট হাজার ৫৩৬ জন।

তিনি আরও জানান, মোট আক্রান্তের হার ৯ দশমিক ৭১ শতাংশ। বর্তমানে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩১ জন ও আইসোলেশনে আছেন ১২ জন।

এ সম্পর্কিত আরও খবর