কোম্পানীগঞ্জে হানাহানি বন্ধে ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ চাইলেন প্রবাসীরা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-21 02:22:29

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বিবদমান রাজনৈতিক কোন্দলে হানাহানি-রক্তপাত বন্ধে শতাধিক আমেরিকা প্রবাসী সড়ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার (৩১ মে) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আমেরিকার মেরিল্যান্ড শহরে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সভা থেকে এই আহ্বান জানানো হয়।

প্রবাসী ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাইন উদ্দিনের সঞ্চালনায় ফিলারেল ফিয়া কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ভিপি বাবুল, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আরজু হাজারী, সাধারণ সম্পাদক এএইচ এম মাইন উদ্দিন পিন্টু, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য শাহজান ছোটন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমাদের কোম্পানীগঞ্জ আগুনে জ্বলছে। কোম্পানীগঞ্জের মানুষের স্বভাবিক জীবনযাত্রা বলতে আজ কিছু নেই। সাধারণ মানুষ অমানুষিক নির্যাতনের মধ্যে আছে। আমরা কারো বিরুদ্ধে ঘৃণা ছড়াতে চাই না।

এ সময় বক্তারা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, এই হানাহানি-রক্তপাত আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে বন্ধ করতেই হবে। এটা যদি না থামাতে পারেন কোম্পানীগঞ্জের মানুষ আপনাকে কোনদিন ক্ষমা করবে না। এটার জবাব একদিন আপনাকে দিতে হবে। আর আপনি না পারলে আপনি তাও বলেন। তাহলে কোম্পানীগঞ্জের মানুষ একটা সিন্ধান্ত নিবে। যদি কোম্পানীগঞ্জের রক্তপাত বন্ধ না হয়। তাহলে আমেরিকা প্রবাসীরা দলমত নির্বিশেষে প্রবাসে বিশাল আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

এ সম্পর্কিত আরও খবর