বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট প্রণোদনা প্যাকেজের ৮৩ শতাংশ বাস্তবায়ন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 18:08:47

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিতকরণ জন্য ১,২৮,৩০৩ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। যা ২৩ টি আর্থিক প্রণোদনা প্যাকেজের মধ্যে প্রদান করা হয়। আর এই ২৩ টির মধ্যে ১২ টি প্যাকেজের কার্যক্রমে বাংলাদেশ ব্যাংক সম্পৃক্ত ছিল যার অগ্রগতি প্রায় ৮৩ শতাংশ।

সোমবার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

এতে দেখা যায় ১০টি প্যাকেজের আওতায় প্রত্যক্ষ সুবিধাভোগীর সংখ্যা প্রায় ১৩ লাখ। এছাড়া গার্মেন্টস শ্রমিক কর্মচারীদের ৩ মাসের বেতন-ভাতা এবং এপ্রিল ও মে ২০২০ মাসের ঋণের বিপরীতে সুদ ভর্তুকি বাবদ মোট ৫০০০ কোটি টাকা এবং ১৩৯০ কোটি টাকা বিতরণ করা হয়েছে যেখানে প্রত্যক্ষ সুবিধাভোগীর সংখ্যা যথাক্রমে প্রায় ৩৮ লাখ ও ৭৩ লাখ মোট প্রায় ১ কোটি ১১  লাখ জন অর্থাৎ ওপরে বর্ণিত ১২টি প্যাকেজের আওতায় সুবিধাভোগীর সংখ্যা সর্বমোট প্রায় ১ কোটি ২৪ লাখ।

এদিকে এই প্রণোদনা প্যাকেজের আশাব্যঞ্জক দিক হলো মোট প্যাকেজের ৮৩ হাজার ৫৩ কোটি টাকা অর্থাৎ মোট প্যাকেজের প্রায় ৮৩ শতাংশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।

ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প, কৃষি খাতে পুনঃঅর্থায়ন স্কিম, নিম্ন আয়ের পেশাজীবী কৃষক বা ক্ষুদ্র ব্যবসায়ী, শস্য ও ফসল খাতে ৪ শতাংশ রেয়াতি সুদ হারে কৃষি ঋণ, ৫ বছর মেয়াদি মৎস্য ও প্রাণী সম্পদ ঋণ, ‘বঙ্গবন্ধু যুব ঋণ’, আনসার ও ভিডিপি ব্যাংকের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও দারিদ্র বিমোচন ঋণ খাতসমূহে মোট বিতরণ করা হয়েছে প্রায় ২৫ হাজার ২১০ কোটি টাকা। এই খাতসমূহে মোট প্রত্যক্ষ সুবিধাভোগীর সংখ্যা প্রায় ১৩ লাখ গ্রাহক হলেও পরোক্ষ সুবিধাভোগীর সংখ্যা প্রায় ২৪ লক্ষ।

এর মধ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে ২০ হাজার কোটি টাকার বিপরীতে ইতোমধ্যে বিতরণ করা হয়েছে ১৪ হাজার ৬৫৪ কোটি। এক্ষেত্রে প্রত্যক্ষ সুবিধাভোগীর সংখ্যা ৯৫,৭৩৩ জন। আর পরোক্ষ সুবিধাভোগীর সংখ্যা ১১ লাখ জনগোষ্ঠী।

কৃষি খাতে পুনঃঅর্থায়ন স্কিমে বিরতণ করা হয়েছে ৫ হাজার কোটি টাকার প্যাকেজের বিপরীতে মোট বিতরণ করা হয়েছে ৩৯৫৪ কোটি টাকা। এক্ষেত্রে প্রত্যক্ষ সুবিধাভোগীর সংখ্যা প্রায় ২ লাখ জন।

নিম্ন আয়ের পেশাজীবী কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনঃঅর্থায়ন স্কিমে ৩ হাজার কোটি টাকা প্যাকেজের বিপরীতে অনুমোদিত ঋণের পরিমাণ ২ হাজার ৪৪৫ কোটি টাকা। ইতোমধ্যে বিতরণ করা হয়েছে ১ হাজার ৮৩১ কোটি টাকা। এক্ষেত্রে প্রত্যক্ষ সুবিধাভোগীর সংখ্যা প্রায় ৩ লাখ ২০ হাজার গ্রাহক।

শস্য ও ফসল খাতে ৪ শতাংশ রেয়াতি সুদ হারের কৃষি ঋণ প্রদান প্যাকেজ হবে চাহিদা অনুযায়ী। এক্ষেত্রে মোট বিতরণ করা হয়েছে ৪ হাজার ৫৬ কোটি টাকা; প্রত্যক্ষ সুবিধাভোগীর সংখ্যা ৬ লাখ গ্রাহক।

আনসার ও ভিডিপি ব্যাংকের অনুকূলে কৃষি উৎপাদন ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে কৃষি খাতে ৩০০ কোটি টাকার বিপরীতে বিতরণ করা হয়েছে প্রায় ১৫৪ কোটি টাকা। অপরদিকে ক্ষুদ্র ঋণে ২০০ কোটি টাকার বিপরীতে বিতরণ করা হয়েছে প্রায় ৭২ কোটি টাকা।

উল্লেখ্য, এ উপখাতে মোট প্রত্যক্ষ সুবিধাভোগীর সংখ্যা প্রায় ৮৭ হাজার জন। এই বৃহৎ আকারের প্রণোদনা প্যাকেজের অন্যতম একটি খাত হলো Export Development Fund (EDF), যার পরিমাণ মোট ১৭ হাজার কোটি টাকা। এ প্যাকেজের বিপরীতে বিতরণ করা হয়েছে ১৬,৯০১ কোটি টাকা। বাস্তবায়নের হার প্রায় ৯৯.৫০ শতাংশ। এক্ষেত্রে প্রত্যক্ষ সুবিধাভোগীর সংখ্যা ৬ হাজার ৬৫০ জন।

আমেরিকাসহ বিশ্বের ধনী দেশসমূহের সংগঠন OECD ভুক্ত দেশসমূহ যেখানে করোনা মহামারিতে শূন্যের কোঠায় প্রবৃদ্ধি ধরে রাখতে হিমশিম খাচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশের মতো উদীয়মান উন্নয়নশীল অর্থনীতিতে প্রবৃদ্ধির হার বর্তমানে ৫ শতাংশ এর ওপরে। এটা সরকার, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য খাতের দক্ষতা, সামর্থ্য ও একান্ত কর্মনিষ্ঠার বহিঃপ্রকাশ বলা সমীচীন বলে প্রতীয়মান হয়।

এ সম্পর্কিত আরও খবর