সংক্রমণ বাড়ায় ৬ দিনের লকডাউনে টেকনাফ-উখিয়া

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2023-08-23 19:49:30

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় কক্সবাজারের টেকনাফ-উখিয়ায় ছয়দিনের লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (১ জুন) থেকে আগামী ৬ জুন পর্যন্ত এ লকডাউনের মেয়াদ বাড়ানো হয়।

লকডাউন চলাকালে এ দুই উপজেলায় জনসমাগম, দোকানপাট বন্ধ, গাড়ি চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিত পরিবহনগুলো চলাচল করবে।

এর আগে, গাদাগাদি অবস্থানের ফলে এখানে করোনার প্রাদুর্ভাব দ্রুত বাড়ার আশঙ্কায় কক্সবাজারের উখিয়ার ৫টি রোহিঙ্গা ক্যাম্পে ২০ মে থেকে ৩১ মে পর্যন্ত ১২ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়। গতকাল সে মেয়াদ শেষ হয়। পরে আজ নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ৬ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। যা আজ সকাল থেকে শুরু হয়ে আগামী ৬ জুন পর্যন্ত চলমান থাকবে।

এ সম্পর্কিত আরও খবর