বিদেশে পলাতকদের শীঘ্রই ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 02:23:24

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে যারা বিদেশে পালিয়ে আছেন তাদেরকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১০ অক্টোবর) ২১ আগস্ট হামলা মামলার রায়ের পর সচিবালয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা জানান।

আসাদুজ্জামান খান বলেন, ‘এই নৃশংসতায় যারা অশ্রয় প্রশয় দিয়েছেন, অর্থের যোগান দিয়েছেন তাদেরও ফাঁসি অথবা যাবজ্জীবন সাজা হয়েছে। আামরা মনে করি এটা যথাযথই হয়েছে। যারা বিদেশে পালিয়ে আছে তাদের শীঘ্রই ফিরিয়ে আনার ব্যবস্থা করব।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাওয়া ভবনে বসে এই বিষয়ে মিটিং হয়েছে তা সঠিক। যারা তদন্ত করেছে তাদের রিপোর্টে ও আইনজীবীরা তা আদালতে উপস্থাপন করেছেন। বিচারক যে রায় দিয়েছেন, যথাযথভাবেই বিবেচনা করে দিয়েছেন। রাষ্ট্রপক্ষ যদি মনে করে রায় যথার্থ হয়নি তাহলে আপিল করতে পারেন।’

তিনি বলেন, ‘এই ঘটনা আড়াল করতে ও ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে বিভিন্ন চেষ্টা করা হয়েছিল। আওয়ামী লীগ কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছিল এবং তাকে আসামি করার চেষ্টা করা হয়েছিল। তখন দলের পক্ষ থেকে মামলা করতে গেলে মামলাও নেওয়া হয়নি। সংসদেও তখন আমাদের সংসদ সদস্যদের এই বিষয়ে কথা বলতে দেওয়া হয়নি। এতেই প্রমাণিত হয়, যারা শাস্তির আওতায় এসেছেন, তারা এই ঘটনায় যুক্ত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘আজকে জাতির জন্য বড় একটা দিন। জাতির আরও একটি কালিমা আজকে দূর হল। বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে, এদেশে বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এখানে ন্যায় বিচার হয় এবং যারাই এ ধরণের কর্ম করবে তাদের বিচার অবশ্যই হবে।’

এ সম্পর্কিত আরও খবর