মিয়ানমারে ফোকাস দিন, জাতিসংঘ প্রতিনিধি দলকে পররাষ্ট্রমন্ত্রী

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 01:22:35

জাতিসংঘ প্রতিনিধি দলকে মিয়ানমারের দিকে বেশি করে ফোকাস দিতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার (০২ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাতিসংঘের শরণার্থী সংস্থার দুই সহকারী হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তারা মিয়ানমারে অনেক খাতে বিনিয়োগ করছেন। আমি তাদের বলেছি রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের প্রতি বেশি ফোকাস দিন। রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে।

চার বছর হয়ে গেছে রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যেতে পারেনি। তাদের কোনো ভবিষ্যৎ নেই। তাই ভাসানচরে জাতিসংঘ প্রতিনিধিদের দেখে রোহিঙ্গারা হতাশা ব্যক্ত করেছেন।

এদিকে বাংলাদেশ সফরে আসা জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সহকারী হাইকমিশনার গিলিয়ান ট্রিগস ও রাউফ মাজুও গত সোমবার ভাসানচরে যান। এ সময় বিভিন্ন দাবিতে রোহিঙ্গারা বিক্ষোভ করেন। একপর্যায়ে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটলে বেশ কয়েকজন আহত হন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে এখন মিলিটারি ক্ষমতায় আছে। আমি মনে করি রোহিঙ্গা ইস্যুতে তারা এখন কথা শুনবে। আমি জাতিসংঘ প্রতিনিধিদের বলেছি, মিয়ানমার সরকারকে বলুন তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাক।

এ সম্পর্কিত আরও খবর