পাহাড়ে বসবাসকারীদের সর্তক করলেন ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-12 00:23:19

 

পাহাড় থেকে সরে যাওয়ার জন্য সকালে মাইকিং করা হয়েছে। বিকালে সরেজমিনে গিয়ে বসবাসকারীদের সর্তক করলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল রহমান মুক্ত। বুধবার (১০ অক্টোবর) বিকালে নগরীর লালখান বাজারের মতিঝর্ণা, বাটালী হিল ও টাইগারপাস এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে সরে যেতে বলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন বার্তা২৪.কমকে বলেন, ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বা পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন, বৈরি আবহাওয়ার কারণে যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষার জন্য নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করেছি। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়ে সর্তক করেছি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা যে কেউ সেখানে আশ্রয় নিতে পারবেন বলে জানান জেলা প্রশাসক।

এ সম্পর্কিত আরও খবর