ফিলিস্তিনের ঘটনা সত্যি খুব অমানবিক: প্রধানমন্ত্রী

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 01:59:23

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে হত্যাযজ্ঞ নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনের ঘটনা সত্যি খুব অমানবিক। ছোট্ট শিশুদের কান্না, তাদের সেই অসহায়ত্ব, মাতৃ পিতৃহারা হয়ে ঘুরে বেড়ানো এটা সহ্য করা যায় না।

বুধবার (২ জুন) বিকালে সংসদ অধিবেশনে প্রয়াত সংসদ সদস্য আবদুল মতিন খসরু ও আসলামুল হকসহ অন্যান্য সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে আনিত শোক প্রস্তাবের আলোচনায় শেখ হাসিনা এ কথা বলেন।

এর আগে বিকাল ৫ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল কর্তৃক একের পর এক এভাবে হত্যাযজ্ঞ চলছে। এর আগেও তারা হত্যাযজ্ঞ চালিয়েছে, আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাই। যারা মারা গেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

তিনি বলেন, যারা অনেক সময় মানবতার এত কথা বলেন, কিন্তু এই সময় তারা চুপ থাকেন কেন? আন্তর্জাতিক সংস্থা এখন আর কথা বলে না কেন? সেটাই আমার প্রশ্ন। যাই হোক আমরা ফিলিস্তিনি ভাইদের সাথে সবসময় আছি। আমারা সাধ্যমত সব রকম সহযোগিতা অতীতেও করেছি, এখনো করে যাচ্ছি। এটা আমরা অবশ্যই করে যাব।

এ সম্পর্কিত আরও খবর