রাজশাহীতে নতুন করোনা রোগী ৩৭২, মৃত্যু ৪

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-25 01:31:46

রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে একদিনে আরও চার জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৭২ জন।

শুক্রবার (৪ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় বিভাগের রাজশাহীতে দুইজন এবং নওগাঁ ও বগুড়ায় একজন করে করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৫৮১ জনের মৃত্যু হলো। বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১০৯ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ৩৭ জন, জয়পুরহাটে ৩৬ জন, বগুড়ায় ১৫ জন, সিরাজগঞ্জে ১৪ জন এবং পাবনায় ১৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ৩১৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৯০ জন মারা গেছেন রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৪৫ জন, নওগাঁয় ৪৪ জন, নাটোরে ২৭ জন, জয়পুরহাটে ১২ জন, সিরাজগঞ্জে ২৪ জন এবং পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহী বিভাগে ৭৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৩৪ জন। এদের মধ্যে ৩১ হাজার ৭৭৫ জন সুস্থ হয়েছেন। রাজশাহী বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৯৭৩ জন কোভিড-১৯ রোগী।

 

এ সম্পর্কিত আরও খবর