বরিশালে ৩ লাখের বেশি শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-31 00:25:31

বরিশাল জেলায় মোট ৩ লাখ ৬ হাজার ৪৩৬ জন শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন  এ  ক্যাপসুল। এরমধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭৩ হাজার ৬৩৬ জন ও ৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ৮০০ জন শিশু রয়েছে।

শনিবার (৫ জুন) সকাল নয়টায় বরিশাল সদর জেনারেল হাসপাতালের টিকাদান কেন্দ্রে শিশুদের ভিটামিন-এ প্লাস টিকা খাইয়ে কর্মসূচির উদ্ধোধন করেন সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।

জানা যায়, ৫ জুন থেকে শুরু করে ১৯ জুন পর্যন্ত পক্ষকালিন সময়ে এ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। জেলার ২ হাজার ৫০ টি টিকাদান কেন্দ্রে সকাল ৮ থেকে শুরু করে বিকেল ৪ টা পর্যন্ত এ ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

আরো জানা যায়, ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭৩ হাজার  ৬৩৬ জন শিশুকে ২ লাখ ক্ষমতা সম্পূর্ণ এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ৮০০ জন শিশু কে ১ লাখ ক্ষমতা সম্পূর্ণ ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়াও বরিশালের নদীমাতৃক মেহেন্দীগঞ্জ,হিজলা ও মুলাদী উপজেলার ২১ টি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে কর্মীরা শিশুদের এ টিকা খাওয়াবে। তবে জেলার বাকি ৭ উপজেলায় টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ সম্পর্কিত আরও খবর