রংপুরে স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের অভিযান

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-24 21:33:56

রংপুর নগরীতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

রোববার (৬ জুন) রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ও মোছা. মলিহা খানম। এ সময় মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ অভিযানে সহায়তা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রংপুর মহানগরীর সিটি বাজার, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্ত্বর এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন স্থানে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয় সকলকে। মাস্ক না পরায় কয়েক জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর