বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 21:37:02

ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে বরিশালে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বুধবার (১০ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত থেমে থেমে হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত হয়। এখন দুপুরের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

বরিশাল আবহাওয়া অফিসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় এখানে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টায় বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. আনিচুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে সাগর এখনো উত্তাল রয়েছে। এর ফলে সমুদ্র বন্দরে ৩ নাম্বার ও নদীবন্দরে ২ নাম্বার সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রাত থেকে বৃষ্টি চলমান থাকায় বরিশাল নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনসাধারণের চলাচলে ব্যাঘাত ঘটছে।

অন্যদিকে বরিশাল নদী বন্দর এলাকায় ২ নাম্বার সতর্কতা সংকেত রয়েছে। তাই বরিশাল নদী-বন্দর থেকে ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী নৌযান ও অভ্যন্তরীণ রুটে ছোট-বড় সকল প্রকার লঞ্চ, ট্রলার ও পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর