ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট, মির্জা ফখরুলের জিডি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 22:59:02

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নামে ভুয়া অ্যাকাউন্ট থাকার অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর পল্টন থানায় এই সংক্রান্ত একটি জিডি করা হয়েছে বলে পল্টন থানা সূত্রে জানা যায়।

সূত্র জানায়, মির্জা ফখরুলের নামে কোন ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও তাঁর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছিল। তাই এ জটিলতা থেকে নিজেকে দূরে রাখতে তিনি থানায় জিডি করেছেন।

থানা সূত্রে জানা যায়, জিডি হিসেবে অভিযোগটি গ্রহণ করার পর জিডির কপিটি সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে।

এদিকে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘বিএনপি মহাসচিবের কোন ফেসবুক অ্যাকাউন্ট নেই। তাঁর নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোন তথ্য উপস্থাপন করা হলে তা হবে উদ্দেশ্যপ্রণোদিত। তাই এ বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর