বার্তা২৪.কম: আপনি তো নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন ঐতিহ্যের ঢাকা ফিরিয়ে আনবেন সেই প্রতিশ্রুতির অগ্রগতি যদি বলেন।
মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস: আমি আমার নির্বাচনী ইশতেহারে বলেছি ঐতিহ্য ঢাকাকে সংরক্ষণ করতে হবে। প্রস্ফুটিত করতে হবে। এরেই মাঝে ঢাকা ফটক দেখেছি পরিদর্শন করেছি। ঢাকা ফটককে সংরক্ষণ করব। সেটাকে জনগণের জন্য পর্যটকদের জন্য দৃশ্যমান একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করবো। আমরা লালকুঠি ঐতিহ্যবাহী স্থাপনা সেটাকে সংস্কারের কাজ আরম্ভ করেছি।
বার্তা২৪.কম: পুরান ঢাকায় তো আরও একটি ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে রূপলাল হাউস সেটি নিয়ে আপনাদের পরিকল্পনা কী?
মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস: আমি রূপলাল হাউস পরিদর্শন করেছি। এটি একটি ঐতিহ্যবাহী স্থাপনা। সেটা বর্তমানে জেলা প্রশাসনের অধীনে রয়েছে। আমি জেলা প্রশাসকের সাথে আলোচনা করেছি সেটা যদি আমাদের কাছে হস্তান্তর করে তাহলে আমরা সেটা সংরক্ষণের ব্যবস্থা নেব। সেটাকে ঢাকাবাসী ও পর্যটকদের জন্য বিনোদন কেন্দ্র হিসেবে তুলে ধরবো। তাতে আমাদের ঐতিহ্য সংরক্ষিত হবে। বহির্বিশ্বে যেভাবে দেখি। আমাদের ঐতিহ্য স্থাপন সংরক্ষণ করে পর্যটকরা যেন সেটা উপভোগ করেন তেমন নান্দনিক পরিবেশ সৃষ্টি করবো।একদম নতুন করে সংস্কার করব।
বার্তা২৪.কম: রূপলাল হাউস অবৈধ দখলে রয়েছে, কিভাবে দখলমুক্ত করবেন?
মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস: সেখানে অবৈধ দখলদার আছে সেগুলো উচ্ছেদ করব। এরপর সামনে যে নদী আছে নদীর নান্দনিকতা ফিরে আনবো। তাহলে পর্যটকরা পরিদর্শন করতে পারবে। একটি উপভোগ্য জায়গা হবে রূপলাল হাউস। ঐতিহ্যকে ধারণ করার জায়গা হবে এই রূপলাল হাউস।
রূপলাল হাউসের ইতিবৃত্ত এবং কোথায় অবস্থিত: রূপলাল হাউস বাংলাদেশের ঢাকা শহরের পুরানো ঢাকার শ্যামবাজার এলাকায় ঊনবিংশ শতকে নির্মিত একটি ভবন। এটি ৯১.৪৪ মিটার দীর্ঘ একটি দ্বিতল ভবন। এর পেছনভাগে বুড়িগঙ্গা নদী প্রবহমান।এটি জমিদার ও বণিকদের তৈরি। ভবনটি নির্মাণ করেন হিন্দু ব্যবসায়ী ভ্রাতৃদ্বয় রূপলাল দাস ও রঘুনাথ দাস। অষ্টাদশ শতকের শেষের দিকে নির্মিত পুরান ঢাকায় অবস্থিত একটি মনোরম ও বৃহৎ অট্টালিকা। ধারণা করা হয় ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী রুপলাল দাস তার পরিবারসহ বসবাসের জন্য ইমারতের নকশা তৈরি করেন। রূপলাল হাউস ঔপনিবেশিক আমলে নির্মিত রেনেসাঁ যুগের ইউরোপীয় স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। গ্রীক স্থাপত্যের অনুকরণে নির্মিত এর বিশাল ডরিক কলাম, যা ঢাকা শহরের আর কোথাও দেখা যায়না। ১৮৮৮ সালে ভারতের ভাইসরয় লর্ড ডাফরিনের ঢাকা সফরকালে তাঁর সম্মানে স্থানীয় ইংরেজরা রূপলাল হাউসে বল নাচের আয়োজন করে। ঢাকা শহরের সূত্রাপুর থানাধীন ৭৯ নং ওয়ার্ডের শ্যামবাজার এলাকার মোড়ের ৭০ গজ উত্তর দিকে হাতের বাম পাশে ১২ নং ফরাশগঞ্জে এই রুপলাল হাউসের অবস্থান।
আরও পড়ুন: ‘দিন-রাত বৃষ্টি হলেও পানি যাতে নেমে যায় সেই মহাপরিকল্পনা নিচ্ছি’