সুবর্ণচরে প্রবাসীকে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ২

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-24 16:30:00

নোয়াখালীর সুবর্ণচরের চরওয়াপদা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডে ওমান প্রবাসী মো. কামাল উদ্দিনকে (৩৩) কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী (আনোয়ারা বেগম) বাদি হয়ে চরজব্বার থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১০ জুন) রাতে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়।

পরে অভিযান চালিয়ে পুলিশ দুই আসামিকে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ চরকাজী মোখলেস গ্রাম থেকে গ্রেফতার করে। শুক্রবার (১১ জুন) দুপুর ১টার দিকে আটক দুই আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলেন, চরওয়াপদা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরকাজী মোখলেস গ্রামের রুহুল আমিনের ছেলে ইসমাইল হোসেন (৪৮) ও তার ভাই আবুল কালাম (৪৫)।  নিহত কামাল চরওয়াপদা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেস গ্রামের ওবায়দুল হকের ছেলে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার (১১ জুন) দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, গত বুধবার (৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেস গ্রামের মালেকের চায়ের দোকানের সামনে পূর্ব শত্রুতা ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ওমান প্রবাসী মো. কামাল উদ্দিনকে (৩৩) কুপিয়ে গুরুত্বর জখম করে সন্ত্রসীরা। পরে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও খবর