চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের ফের সতর্ক করলেন ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 03:45:02

 

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে দিতে ফের অভিযান পরিচালনা চালিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর লালখান বাজার সংলগ্ন পোড়া কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে। পরে আরও বেশ কয়েকটি স্থানেও অভিযান পরিচালিত হয়।

ওই সময় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়। লোকজন যেতে না চাইলে পুলিশের সাহায্য নিয়ে তাদের আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ অভিযান পরিচালনা করে নিবার্হী ম্যাজিস্ট্রেট নির্বাহী তাহমিদুল হক। তিনি বার্তা২৪.কমকে জানান, পাহাড় ধসে মৃত্যুর মিছিল ঠেকাতে অভিযান শুরু হয়েছে। চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। এর আগে বুধবার নগরীর লালখান বাজারের মতিঝর্ণা, বাটালী হিল ও টাইগারপাস এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে সরে যেতে সতর্ক করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর