রমেকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গণপদযাত্রা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-09-01 08:45:35

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ববিদ্যালের দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ এবং সিন্ডিকেট ও দালালমুক্ত হাসপাতাল রক্ষার দাবিতে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৪ জুন) বিকাল ৫ টায় রংপুর নগরীর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে প্রতিবাদী রংপুর বাসীর ব্যানারে গণপদযাত্রাটির সূচনা হয়। রংপুর মেডিকেল অভিমুখে যাওয়ার পথে পুলিশি বাধায় বঙ্গবন্ধু চত্ত্বরের সামনে সমাপ্ত হয় গণপদযাত্রাটি।

এ সময় বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি তুহিন ওয়াদুদ, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক উমর ফারুক, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম বকুল, বেরোবি স্টুডেন্ট রাইটস ফোরামের সভাপতি মাহামুদ মিলন, সাধারণ সম্পাদক বায়েজিদ আহম্মেদ রনি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেকোনো সেবা নিতে গেলেই ঘুষ দিতে বাধ্য থাকতে হয় রোগীদের। আর সেই অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর নগ্ন হামলা করেছে হাসপাতালের স্টাফ ও দালালরা।

এ সম্পর্কিত আরও খবর