১১৩ মণ্ডপে অনুদান দিলেন প্রতিমন্ত্রী রাঙ্গা

রংপুর, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 09:29:29

ধর্মীয় সম্প্রীতি যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি।

তিনি বলেন, ‘শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেয়া হবে না। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গোৎসব উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ১১৩টি পূজা মণ্ডপে ৫ লাখ ৭০ হাজার টাকা অনুদান বিতরণ করেন।

প্রতিমন্ত্রী রাঙ্গা বলেন, ‘বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতির উদারতা রয়েছে। এখানে ধর্ম যার যার উৎসব সবার। সেজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

অনুষ্ঠানে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ চক্রবর্তী, স্থানীয় জাতীয় পার্টির সভাপতি সামসুল আলম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর