ভেড়ামারায় মাদক ব্যবসা ও সেবনের অপরাধে ৩ জনের কারাদণ্ড

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-23 19:16:24

কুষ্টিয়ার ভেড়ামারায় পৃথক অভিযানে মাদকব্যবসা ও সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়োদে কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীনেশ সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ফারাকপুর এলাকার মাদক ব্যবসায়ী মো.হালিমকে ৩ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ, এছাড়াও গাঁজা সেবনের অপরাধে উপজেলার চরদামুকদিয়া এলাকার মো. সিরাজুল ইসলাম রাজ্জাক ও সাতবাড়িয়া এলাকার মো. সবুজকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও দীনেশ সরকার জানান, ফারাকপুর এলাকার মো. হালিমকে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮” অনুযায়ী ১ বছরের, চরদামুকদিয়া এলাকার মো. সিরাজুল ইসলাম রাজ্জাককে গাঁজা সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে ৬ মাস এবং একই অপরাধে সাতবাড়িয়া এলাকার মো. সবুজকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

এ সম্পর্কিত আরও খবর