গার্ড অব অনারে নারী ইউএনওর বিকল্প চায় সংসদীয় কমিটি, আসক'র নিন্দা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 13:38:06

বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প চায় মুক্তি যুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি বিকল্প ব্যক্তি নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

সোমবার (১৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

গণমাধ্যমসূত্রে জানা যায়, রোববার(১৩ জুন) ২০২১ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এমন বৈষম্যমূলক সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো জানা যায়, বৈঠকে একজন সদস্য বলেছেন, সাধারণত নারীরা জানাজায় অংশ নেন না। এটি নিয়ে সমাজে অনেকে প্রশ্ন তোলেন। তাই বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে যেখানে নারী ইউএনও আছেন, সেখানে বিকল্প একজন পুরুষ কর্মকর্তা নির্ধারণ করা প্রয়োজন। তার এ বক্তব্যের প্রেক্ষিতে কমিটির পক্ষ থেকে এ সুপারিশ করা হয়। রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত নারীদের কাজের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করার বিষয়ে কমিটির এমন অযাচিত ও অবিবেচনা প্রসূত সুপারিশে আইন ও সালিশ কেন্দ্র (আসক) চরম বিস্ময় প্রকাশ করছে। কমিটির এমন সুপারিশ বৈষম্যমূলক,সমতা ও ন্যায্যতার মূলনীতি, সর্বোপরি নারীর মানবাধিকার বিরোধী।

এমন সুপারিশ সংবিধানের ১৯ (৩), ২৭ এবং ২৮ অনুচ্ছেদ এবং সরকারের নারীর ক্ষমতায়ন সংক্রান্ত অবস্থানের সাথে সাংঘর্ষিক। এছাড়া সরকারের নারী উন্নয়ন নীতি ও টেকসই উন্নয়ন অভীষ্ট-৫ (জেন্ডার সমতা) এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আসক এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী ব্যক্তিদের যেকোন পরামর্শ প্রদান বা পদক্ষেপ গ্রহণের আরো বেশি সংবেদনশীল ও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর