ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি গোয়ালন্দের তায়াবীর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-25 22:25:00

পবিত্র জুম্মার নামাজের খুতবা পাঠের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলার ওপর জনসচেতনতামূলক বক্তব্য উপস্থাপনায় ঢাকা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর।

জনসচেতনতামূলক বক্তব্য প্রদানে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশক্রমে গত ৪ জুন শুক্রবার জুম্মার নামাজের আগে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর কাটাখালি জামে মসজিদে এ জনসচেতনতামূলক বক্তব্য দেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মোহাম্মাদ আব্দুল্লাহ্ আল তায়াবীরের হাতে মঙ্গলবার (১৫ জুন) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি’র দেওয়া শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সালাউদ্দিন ও সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার দে।

জনসচেতনতামূলক সেদিনের বক্তব্যে তিনি পুলিশের জাতীয় পরিসেবা ৯৯৯ এর মাধ্যমে যে কোন আইনগত সহায়তা প্রদান সর্ম্পকে অবগত করেন।

তাছাড়াও বাসা-বাড়িতে ভাড়াটিয়াদের সর্ম্পকে তথ্য সংগ্রহ করা, সাইবার ক্রাইম সর্ম্পকে সবাইকে অবগত করা, ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি) প্রয়োজনীয়তা, গুজব সর্ম্পকে সবাইকে সর্তক করা বা সচেতন করা, কিশোর গ্যাংয়ের খারাপ দিক, উঠতি বয়সী ছেলে-মেয়েদের প্রতি বিশেষ নজর দেওয়া, জঙ্গিদের সর্ম্পকে স্থানীয় থানা পুলিশকে অবগত করা এমন বিষয়ভিত্তিক পয়েন্টসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর