নাটোরে নতুন করে ১২০ জন করোনায় আক্রান্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-24 09:44:43

নাটোরে গত ২৪ ঘণ্টায় ১২০ জন নতুন করোনা রোগী পাওয়া গেছে। ২৮৮ টি নমুনা পরীক্ষা করে এ ফলাফল এসেছে। এ দিন সংক্রমণের হার ৪১ শতাংশ।

বুধবার (১৬ ই জুন) সকাল ১১টায় নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৪ জুন ১০১ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত হয় ৬১জন। এদিন পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ছিলো ৬০.৪০ শতাংশ।এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২৪৪৬ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩৯ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈদুজ্জামানের মৃত্যু হয়েছে।

অপরদিকে, করোনা সংক্রমণ রোধে বুধবার থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার লকডাউনের প্রথম দিন থেকেই নাটোর ও সিংড়া পৌর এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিমও কাজ করছে। লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় এ পর্যন্ত প্রায় (গত এক সপ্তাহ) ২০০ জনকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, স্বাস্থ্যবিধি মানাতে জনগণকে প্রতিনিয়ত সচেতন করা হচ্ছে। সবাইকে ঘরে থেকে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। লকডাউনের বিধি মেনে সকলকে চলাচল করার আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর