হজের প্রথম ফ্লাইট ১৪ জুলাই

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-21 00:54:40

  বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে আগামী ১৪ জুলাই। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাবেন তাদের মূল নিবন্ধন শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। এ নিবন্ধন চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত। গতকাল বুধবার সচিবলায় ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এসব তথ্য জানান। এ সময় ধর্মমন্ত্রী শাহজওয়াহের জাহান কবীর নামে এক চিকিৎসকের হাতে হজ নিবন্ধনের কাগজপত্র তুলে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ধর্মমন্ত্রী বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৭ হাজার ১৯৮ জন, বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার জন। প্রত্যেক হজযাত্রী নিবন্ধন সনদ পাওয়ার পর সংশিøষ্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করে বিমানের টিকিট নিশ্চিত করবেন। হজে প্রতারণা ঠেকাতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে জানিয়ে মতিউর রহমান বলেন, হাজিদের বিড়ম্বনা এড়াতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদের করে প্রতারিত হলে সরকার এর দায় নেবে না। হজযাত্রীরা তাদের যেকোনো অভিযোগ জানানো চালু করা হয়েছে হটলাইন-০৯৬০২৬৬৬৭০৭।

এ সম্পর্কিত আরও খবর