রংপুরে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত ৩৯৬

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-31 05:40:45

রংপুর বিভাগে একদিনে সর্বোচ্চ ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে দুই জনের। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪৪৪ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম।

তিনি বলেন, রংপুর অঞ্চলে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৮টার পূর্ববতী  ২৪ ঘণ্টায় এক হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করে ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন কুড়িগ্রামের ও অন্যজন দিনাজপুরের বাসিন্দা। অন্যদিকে সুস্থ হয়েছেন ৫৮ জন। এ নিয়ে বিভাগে এক লাখ ৪১ হাজার ৪৮৭ জনের নমুনা পরীক্ষা করে মোট ২১ হাজার ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ৪৪৪ জনের মৃত্যু ও ১৮ হাজার ৫৮১জন রোগী সুস্থ হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ৩৯৬ জনের মধ্যে দিনাজপুর জেলার ২৭৫ জন, ঠাকুরগাঁওয়ের ৪৭, নীলফামারীর ২০, পঞ্চগড়ের ১২, কুড়িগ্রামের ১৩, লালমনিরহাটে ১১, গাইবান্ধার ১১ ও রংপুরের ৭ জন আছেন। এ নিয়ে দিনাজপুুর জেলায় ৬ হাজার ৭১৮ জন আক্রান্ত ও ১৬১ জনের মৃত্যু হয়েছে।

রংপুর জেলায় ৫ হাজার ২৯৪ জন আক্রান্ত, ১০৩ জনের মৃত্যু, ঠাকুরগাঁও জেলায় ২ হাজার ১৫৭ জন আক্রান্ত, ৫৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৮৪১ জন আক্রান্ত, ২৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া নীলফামারী জেলায় এক হাজার ৬৫২ জন অক্রান্ত, ৩৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় এক হাজার ৩৭৫ জন আক্রান্ত, ২৬ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় এক হাজার ২২৭ জন আক্রান্ত, ১৯ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮৭৩ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৭৩৫ জনসহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন এক লাখ ১৫ হাজার  ২৩২ জন। একই সময়ে ৪৬৩ জনসহ মোট এক লাখ ৯ হাজার ৬৪৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর