১১ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল চালু করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৮ জুন) বিকাল ৫ টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে কাজিরহাট ফেরিঘাট পন্টুনে মালবাহী একটি ট্রাক বিকল হয়ে গেলে বিকল্প কোন ব্যবস্থা না থাকায় লোড-আনলোড বন্ধ হয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি ফেরি চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ফেরিঘাটের আরিচা ঘাট পন্টুনে মালবাহী একটি ট্রাকের এক্সেল ভেঙে ট্রাকটি বিকল হয়ে যায়। এতে করে লোড-আনলোড বন্ধ হয়ে যায়। যে কারণে বন্ধ ছিল ফেরি চলাচল।
তিনি আরও জানান, দীর্ঘ সময় পর ট্রাকের মেরামত কাজ সম্পন্ন হলে বিকাল ৫টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। আরিচা-কাজিরহাট নৌরুটে ছোট বড় মিলে মোট তিনটি ফেরি চলাচল করছে। যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে ব্যক্তিগত ছোট গাড়ি ও জরুরি পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করা হচ্ছে।