রেকর্ড ২৯১ মিলি বৃষ্টিপাত টেকনাফে, থাকবে আরও ২৪ ঘণ্টা

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 04:08:48

ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাব কক্সবাজার উপকূল থেকে এখনো কাটেনি। ‘তিতলি’র প্রভাবে টেকনাফে ২৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবাহাওয়া অফিস। এছাড়াও কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবাহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীমান্ত উপজেলা টেকনাফে। যা এরআগে কখনো হয়নি। তাছাড়া কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ধারা আরও ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবাহাওয়া অফিস।

আবাহাওয়া অফিস সূত্রে আরও জানা যায়, ভারী বর্ষণের কারণে এখনো ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলে  সব ধরণের নৌ-চলাচলের উপর এ সতর্কতা দেয়া হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে কক্সবাজার আবাহাওয়া অফিসের আবাহাওয়াবিদ ড. মোহাম্মদ শহিদুল ইসলাম বার্তা২৪.কম বলেন, টেকনাফে ২৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা সীমান্ত উপজেলাটির জন্য সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

এ সম্পর্কিত আরও খবর