নোয়াখালীতে আরও ৯১জনের করোনা শনাক্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-31 11:29:07

নোয়াখালীতে দিন দিন বেড়ে চলেছে করোনা ভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩৭০ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৪ দশমিক ৫৯ শতাংশ।

শনিবার (১৯ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে শুক্রবার (১৮ জুন) রাত ১১টা ২০ মিনিটে জেলা সিভিল সার্জনের কার্যালয় এসব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে।

জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার ১৫৯ জন। মোট আক্রান্তের হার ১০ দশমিক ৭৮ শতাংশ। তবে জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৯ জনে। মৃত্যুর হার ১দশমিক ২৯শতাংশ।

ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৪০ জন সদর উপজেলার, সুবর্ণচরে একজন, হাতিয়াতে ২ জন, বেগমগঞ্জের ১৬ জন, সোনাইমুড়ীর ৫ জন, চাটখিলের ৫ জন, সেনবাগ ৫ জন, কোম্পানীগঞ্জে ১৩ জন ও কবিরহাটের ৪ জন রয়েছেন।

তিনি আরও জানান, মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ১৯৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ৮০ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দুই হাজার ৮৩৭জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৪৩ জন ও আইসোলেশনে রয়েছেন ৯জন।

উল্লেখ্য, নোয়াখালীতে করোনার প্রকোপ না কমায় নোয়াখালী পৌরসভা ও ছয়টি ইউনিয়নে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুন) বিকাল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

এ সম্পর্কিত আরও খবর