সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 03:09:06

ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে সিলেটে গত তিনদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শনিবার (১৩ অক্টোবর) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের বহনকারী যানবাহনের কারণে নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন‍্য লক্ষাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা সিলেটে অবস্থান করেছে। শিক্ষার্থীদের বহনকারী পরিবহন বিভিন্ন সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এতে নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মাত্র আটটি কেন্দ্র ছাড়া বাকি সবগুলো কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাইরে রয়েছে। ফলে অন্য সব কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা একবার হলেও শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখে যেতে চায়। এ কারণে সবাই এখন ক্যাম্পাসমুখী। এতে যানজট আরও তীব্র হচ্ছে।

অন্যদিকে সকাল থেকে বৃষ্টির কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। বাড়ি ফেরা নিয়েও অনেকে রয়েছে দুশ্চিন্তায়।

সকাল ৯টায় এ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৭০৩টি আসনের বিপরীতে এবার আবেদন করেছে ৭৬ হাজার ১৭৯ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

দুপুর আড়াইটা থেকে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর