ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবক লীগকে আহ্বান

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 07:29:56

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র‍মুক্ত স্বপ্নের সোনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবক লীগকে কাজ করে যেতে হবে।

শনিবার (১৯ জুন) চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওয়াসিকা আয়শা খান এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী কর্মীগণ সকলে একটি পরিবারস্বরূপ। এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান ওয়াসিকা আয়শা খান এমপি।

ওয়াসিকা আয়শা খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে সমন্বয়ের মাধ্যমে নিরলস কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে স্বেচ্ছাসেবক লীগ খুবই গুরুত্বপূর্ণ। কোভিডকালীন সময়েও স্বেচ্ছাসেবক লীগ গণমানুষের পাশে থেকে তৃণমূল পর্যায়ে কাজ করেছে। এ সময় তিনি স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের দ্রুত সুস্থতা কামনা করেন।

এডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলনে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ মূল্যবান বক্তব্য রাখেন। সম্মেলনে সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীগণ অংশগ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও খবর