রংপুর বিভাগে করোনায় একদিনে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-27 08:56:44

রংপুর বিভাগে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১৩ জনের । এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৫২ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৯ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম।

তিনি বলেন, শনিবার (১৯ জুন) সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুরের এক জন, ঠাকুরগাঁওয়ের ৩ জন ও দিনাজপুরের ৪ জন রয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৮৮ জনের নমুনা পরীক্ষায় ১১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার ২৯ শতাংশ। নতুন শনাক্তের মধ্যে রংপুরে ২০ জন, পঞ্চগড়ে ২ জন, নীলফামারীতে ৫ জন, লালমনিরহাটে ৫ জন, কুড়িগ্রামে ৩ জন, ঠাকুরগাঁওয়ে ১১ জন, দিনাজপুরে ৬৫ জন ও গাইবান্ধায় ২ জন রয়েছেন।

এ নিয়ে রংপুর বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬৩১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৯১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৬ জন।

এ সম্পর্কিত আরও খবর