সাদুল্লাপুরে ১৮ দিন পর মরদেহ কবর থেকে উত্তোলন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-24 01:56:39

দাফনের ১৮ দিন পর গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছকু মিয়া নামে এক রিকশা চালকের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সোমবার (২১ জুন) দুপুরে আদালতের নির্দেশে মরদেহটি কবর থেকে উত্তোলন করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেনসহ সাদুল্লাপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করা হয়েছে। মরদেহ রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এর আগে গত ১৬ জুন নির্যাতনে ছকু মিয়ার মৃত্যুর অভিযোগে তার ছেলে মোজাম্মেল হক আদালতে মামলা করেন। আদালতের বিচারক শবনম মুস্তারী সাদুল্লাপুর থানাকে মামলা রেকর্ডভুক্ত করে মরদেহ উত্তোলনসহ প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, সাদুল্লাপুর উপজেলার পূর্ব দামোদরপুর গ্রামের ছয় ভাই আলমগীর, আংগুর, রনজু, মনজু, সনজু ও মন্টু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় দাদনের ব্যবসা করছিলেন। অনেক দিন ধরে ছয় ভাইয়ের সঙ্গে রিকশা চালক ছকু মিয়ার পারিবারিক ও দাদনের টাকা নিয়ে বিরোধ চলছিল। এছাড়া ছকুর ছেলের সঙ্গে মন্টু মিয়ার মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে পুনরায় বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে গত ১৫ মে সন্ধ্যা ৭টার দিকে ছকু মিয়ার বাড়িতে গিয়ে তাকে মারধর করেন ছয় ভাইসহ তাদের লোকজন। পরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।

এ সম্পর্কিত আরও খবর