নাটোরে পুলিশের অক্সিজেন ব্যাংকের উদ্বোধন  

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-22 12:43:05

নাটোর জেলা পুলিশের অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। তিনটি অ্যাম্বুলেন্স এবং একটি অক্সিজেন বহনকারী পিকআপ ভ্যানের মাধ্যমে করোনা আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীদের অক্সিজেন সেবা পৌঁছে দিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।

মঙ্গলবার (২২ জুন) বেলা ১২টায় জেলা পুলিশ লাইনের ড্রিল শেডে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।

পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্রসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আব্দুল বাতেন বলেন, পুলিশ করোনার এই কঠিন সময় মানবিক দিক থেকে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে অক্সিজেন সেবা নিয়ে। এই মুহূর্তে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। করোনা দুর্গত মানুষের পাশে খাদ্যসামগ্রী ও সাধ্যমতো অক্সিজেন নিয়ে পাশে থাকবে পুলিশ।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, পুলিশ জনগণের কল্যাণে সবসময় নিয়োজিত। এই মহামারিতে যার অক্সিজেনের প্রয়োজন পড়বে ফোন করার সাথে সাথে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে তার বাড়িতে অথবা হাসপাতালে।

এ সম্পর্কিত আরও খবর