কোটা বহালের দাবিতে ঢাকা-আরিচা সড়ক অবরোধ

ঢাকা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 03:19:24

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিলের প্রতিবাদে ও ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি শিক্ষার্থীরা।

রোববার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এসময় মহাসড়কের দু’পাশে শতশত যানবাহন আটকা পড়ে। যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। বাসযাত্রীরা অনেকে পায়ে হেটে গন্তব্যে পৌছানোর চেষ্টা করেন।

পরবর্তীতে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

অবরোধ চলাকালীন আন্দোলনকারী মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাধারী বর্তমান সরকার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবারের মর্যাদা সমুন্নত রাখার ব্যাপারে আন্তরিক। কিন্তু প্রশাসনের কতিপয় ব্যক্তিরা মুক্তিযোদ্ধাদের অসম্মান করার জন্য সচেষ্ট রয়েছেন।

এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন  করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর