কক্সবাজার থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 22:22:52

চট্টগ্রামে হানিফ পরিবহনের দুইটি কাউন্টারে ছাত্রলীগের ভাঙচুরের প্রতিবাদে কক্সবাজার থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে আরকান পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে এ অঘোষিত ধর্মঘট পালন করছে তারা।

এ কারণে সকাল থেকে কক্সবাজার থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘ সময় বাস কাউন্টারে অপেক্ষা করেও ফিরে গেছে অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা।

তবে মালিকরা বলছেন, ‘শ্রমিকরা গাড়ি না চালালে আমাদেরতো কিছুই করার নেই।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরকান পরিবহন শ্রমিক ইউনিয়নের একাধিক নেতা বার্তা২৪.কমকে জানান, গতকাল শনিবার দুপুরের পর চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু ও দামপাড়ায় হানিফ পরিবহনের দুটি কাউন্টারে ভাঙচুর ও লুটপাট শেষে কাউন্টারগুলো বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। সে সময় কাউন্টারের ল্যাপটপ, নগদ টাকাসহ বেশকিছু মালামাল লুট করে নিয়ে গেছে। তার প্রতিবাদেই আজকে বাস চলাচল বন্ধ।

উল্লেখ, হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দণ্ডপ্রাপ্তদের একজন। এ ঘটনার জের ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা দুটি কাউন্টারে হামলা করে।

এ সম্পর্কিত আরও খবর