রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৭

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-27 11:52:53

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিকে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪৭৪ জন।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম।

তিনি বলেন, রংপুর বিভাগে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সাতজনের মধ্যে ঠাকুরগাঁওয়ের তিনজন, দিনাজপুরের দুজন, লালমনিরহাট ও রংপুরের একজন করে রয়েছেন। একই সময়ে ৮৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের দিনাজপুর জেলার ৪৮৩, ঠাকুরগাঁওয়ের ১৮৮, নীলফামারীর ৩৮, পঞ্চগড়ের ৩৩, কুড়িগ্রামের ২৪, লালমনিরহাটের ৫, গাইবান্ধার ১৯ ও রংপুরের ৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ২২৭ জনের।

এখন পর্যন্ত দিনাজপুর জেলার ১৭২, রংপুরের ১০৮, ঠাকুরগাঁওয়ের ৬৫, পঞ্চগড়ের ২১, নীলফামারীর ৩৮, লালমনিরহাটের ২০, কুড়িগ্রামের ২৭ ও গাইবান্ধার ২৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ সম্পর্কিত আরও খবর