কুমিল্লায় হঠাৎ আশংকাজনক হারে বেড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে কুমিল্লায়। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৬৩ জনে।
এদিকে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২২ শতাংশ।
বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া চারজনের মধ্যে দু'জন নগরীর এবং দু'জন বুড়িচং উপজেলার বাসিন্দা। এদের মধ্যে কুমিল্লা নগরীর ১৭ বছর বয়সী এক তরুণী এবং ৭৫ বছর বয়সী এক পুরুষ রয়েছেন। আর বুড়িচংয়ের ৬০ বছর বয়সী এক পুরুষ ও ৭০ বছর বয়সী এক নারী রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৫ জনের মধ্যে ৬২ জনই কুমিল্লা নগরীর বাসিন্দা। এখন পর্যন্ত জেলায় ১৩ হাজার ৬২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
অপরদিকে, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ জন। এনিয়ে কুমিল্লা জেলায় সর্বমোট মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৪৪ জন।