ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন-সংরক্ষণের দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৭ জুন) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
এর আগে রোববার ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম গৌরীপুরে অভিযান চালায়। অভিযানে ৩২৫ গ্রাম গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌর শহরের মাছুয়াকান্দা গ্রামের মো. মুনতাজের ছেলে রাজিবের (৩০) ৪ মাস কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা, অচিন্তপুর ইউনিয়নের গাগলা গ্রামের মো. হাছেন আলীর ছেলে আব্দুস সালামের (৪০) এক বছর কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা ও মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা গ্রামের মৃত মিন্টু রবিদাসের ছেলে জগদীশ রবিদাসের (৪০) ৪ মাস কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত গাঁজা নষ্ট করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।