ময়মনসিংহ সিটি করপোরেশনের গেজেট প্রকাশ

ময়মনসিংহ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 11:51:49

ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) রাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন-২ শাখার) আইন ও ক্ষমতাবলে ময়মনসিংহ পৌর এলাকার ৩২টি মৌজার সমন্বয়ে এখানে সিটি করপোরেশন ঘোষণা করে সরকার।

প্রকাশিত গেজেট অনুযায়ী ময়মনসিংহের টাউন, গোহাইলকান্দি, গলগন্ডা, বলাশপুর, কাশর, ভাটিকাশর, সেহড়া, কৃস্টপুর, কেওয়াটখালী, চকছত্রপুর, রাক্তা, ঢোলাদিয়া, মাসকান্দা, বয়রা-ভালুকা, ছত্রপুর, আকুয়া (আংশিক), বাড়েরা, কল্পা, চর সেহড়া, হাসিবাসী, বাদেকল্পা, বাইসাখাই, খাগডহর, সুতিয়াখালী, রহমতপুর (আংশিক), কিসমত, বেলতলী, দাপুনিয়া (আংশিক), চর ঈশ্বরদিয়া, গোবিন্দপুর, চর রঘুরামপুর ও জেলখানার চর (আংশিক) নিয়ে দেশের ১২তম সিটি করপোরেশনের সীমানা চূড়ান্ত করেছে সরকার।

গত ২ এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় ময়মনসিংহ সিটি করপোরেশনে রূপান্তরের প্রস্তাব অনুমোদন পায়।

ময়মনসিংহ জেলা প্রশাসক সুভাস চন্দ্র বিশ্বাস জানান, গেজেট প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের বাকি প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান জানান, বিধি অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ করবেন এবং আনুষ্ঠানিক সিটি করপোরেশনের কার্যক্রম শুরু হবে।

এদিকে দীর্ঘদিনের দাবি সিটি করপোরেশনের গেজেট প্রকাশিত হওয়ায় উচ্ছ্বসিত ময়মনসিংহবাসী।

এ সম্পর্কিত আরও খবর