নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্র ব্যবহারের প্রতি নজর রাখছে র‍্যাব

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-19 07:25:29

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র এবং বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধে সর্তক অবস্থানে রয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)।

সোমবার (১৫ অক্টোবর) বনানী দুর্গাপূজা মণ্ডুপ পরিদর্শনে এসে র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ একথা বলেন।

নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগে প্রত্যেকটা দিন র‍্যাব তাদের অভিযান চালাবে। আমরা এটা কোনো দিন বা সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর অভিযান অব্যাহত রাখব। যাতে কোনো প্রকার অবৈধ অস্ত্রের ব্যবহার না হয়।

হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে র্যাবের মহাপরিচালক বলেন, কোন ধরনের উসকানিতে কান না দিয়ে আপনারা আপনাদের উৎসব আনন্দ পালন করেন। র‍্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনী সর্তক রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে ৩১ হাজার ২৭২ টি মন্দিরে পূজা উদযাপন করা হচ্ছে এবং দেশের যেখানেই র‍্যাবের ফোর্স আছে সেখানেই পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা দিচ্ছে র‌্যাব।

এ সময় উপস্থিত ছিলেন, র‍্যাব মিডিয়া উইংয়ের পরিচালক লে: কর্নেল মুফতি মাহমুদ খান, সহকারী পরিচালক মিজানুর রহমান মিজান, অপারেশন পরিচালক কর্নেল জাহাঙ্গীর আলম, র‍্যাব-১ এর সিইও লে: কর্নেল সরোয়ার বিন কাসেম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর