কুমিল্লায় করোনায় আরও পাঁচ জনের মৃত্যু, শনাক্ত ১৮৭

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-25 16:20:23

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৪৮২ জন।

বৃহস্পতিবার (০১ জুলাই) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজে ৫৮৩টি নমুনা পরীক্ষায় ১৮৭ জনের পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার ৩২ দশমিক ১ শতাংশ। এনিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৯২ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীর ৯৬ জন, আদর্শ সদরের সাতজন, সদর দক্ষিণের একজন, বুড়িচংয়ের সাতজন, ব্রাহ্মণপাড়ার দুইজন, চৌদ্দগ্রামের সাতজন, চান্দিনার নয়জন, দেবিদ্বারের ছয়জন, দাউদকান্দির তিনজন, লাকসামের পাঁচজন, লালমাইয়ের চারজন, বরুড়ার নয়জন, মনোহরগঞ্জের একজন, মুরাদনগরের সাতজন, তিতাস ও হোমনার ২২ জন এবং মেঘনা উপজেলার একজন রয়েছেন।

সিভিল সার্জন জানান, মৃতদের মধ্যে কুমিল্লা নগরীর একজন, চৌদ্দগ্রামের একজন, সদর দক্ষিণের একজন, নাঙ্গলকোটের একজন এবং বরুড়া উপজেলার একজন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা নগরীর ৪৮ জন এবং দেবিদ্বারের দুইজনসহ মোট ৫০ জন সুস্থ হয়েছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন।

এ সম্পর্কিত আরও খবর