লাইভ ট্রান্সলেশন নিয়ে ‘আভায়া’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 10:01:48

লাইভ ভয়েস ট্রান্সলেশন নিয়ে নতুন একটি প্রযুক্তির পরীক্ষা করে দেখিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান আভায়া। এর নাম ‘লাইভ ভয়েস ট্রান্সলেশন’।

রোববার (১৫ অক্টোবর) প্রযুক্তিটির পরীক্ষা চালিয়ে সফল হয়েছে আভায়া। গিটেক্স টেকনোলজি উইকে প্রতিষ্ঠানটি এর ব্যবহার দেখায়।

লাইভ ভয়েস ট্রান্সলেশনে কোন ব্যক্তি এক প্রান্ত থেকে তার ভাষায় যদি কথা বলেন বা লেখেন তবে সঙ্গে সঙ্গে তা অপর পাশে থাকা ব্যক্তি তা তার ভাষায় শুনতে বা দেখতে পাবেন।

এতে করে ভিন্ন ভাষায় কথা বলা লোকেরা খুব সহজেই নিজেদের ভাষায় যোগাযোগ করতে পারবেন। লাইভ ভয়েস ট্রান্সলেশন ইভেন্টে অংশ নেওয়া অন্তত আড়াই কোটি আন্তর্জাতিক দর্শনার্থী, যারা ১০ হাজারের বেশি ভাষায় কথা বলেন, তাদের একে অপরের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ এবং নিজেদের ধারণা শেয়ার করার কাজে লাগতে পারে বলে দাবি করেন আভায়ার মুখপাত্র।

আভায়া ভাইস প্রেসিডেন্ট ফ্রেডরিক স্যাবটি বলেন, শুধু ব্যবসা নয়, বাজারের অন্যতম অবস্থানে থাকা একটি প্রতিষ্ঠানের দায়িত্ব মানুষের উন্নয়নে কিছু উদ্ভাবন করা, যার মাধ্যমেই সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করা যায়।

এ সম্পর্কিত আরও খবর