পজিটিভ-নেগেটিভের দোলাচলে বিরোধীদলীয় চিফ হুইপ রাঙ্গা

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 01:56:14

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার করোনা আক্রান্ত নিয়ে দুটি সংস্থার দুই রকম রিপোর্ট নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, একবার নেগেটিভ একবার পজিটিভ এটা তো সমস্যা। আমি তো ভয়ের মধ্যে আছি।

শনিবার (০৩ জুলাই) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন-২০২১ এর ওপর জনমত যাচাই বাছাই করার প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে বিষয়টি তুলে ধরেন তিনি।

মুজিবুল হক চুন্ন বলেন, আমার পাশের সিটে যিনি বসতেন তিনি আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ। তিনি এখন চিকিৎসাধীন আছেন। গত ১ জুলাই রাতে হঠাৎ করে বিরোধী দলীয় চিফ হুইপের জ্বর আসে। রাতে জ্বর আসার পর সঙ্গে সঙ্গে তিনি করোনায় আক্রান্ত হতে পারেন এমন চিন্তা করে একটা সংস্থা যারা কোভিড টেস্ট করে ‘প্রভা’। প্রভা থেকে টেস্ট করে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সচিবের সঙ্গে যোগাযোগ করেন, কি করবেন? প্রধানমন্ত্রীর সচিব প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর সহযোগিতায় এখন তিনি কুর্মিটোলায় হাসপাতালে ভর্তি আছেন।

তিনি বলেন, সমস্যা হল তিনি যখন হাসপাতালে ভর্তি হতে যাবেন পরদিন। ভর্তি হতে যাওয়ার সময় তিনি আবার সংসদে টেস্ট করান। বিকেলে সংসদে থেকে যে রিপোর্ট সেখানে আসে নেগেটিভ। এখন তিনি কি পজিটিভ? নাকি নেগেটিভ, আমি তো ভয় পাচ্ছি। আমি কি ভয় পাব, নাকি পাব না। একজন বিরোধী দলীয় চিফ হুইপ তার টেস্ট বাইরে করানোর পর পজিটিভ। আমাদের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত প্রতিষ্ঠান প্রভা এই রিপোর্ট দিয়েছে। কয়েক ঘণ্টা পরে আইইডিসিআর তারা যে টেস্টের রিপোর্ট দিয়েছে তারা দিয়েছে নেগেটিভ। এটা তো একটা সমস্যা। স্বাস্থ্যমন্ত্রী সেদিন যেভাবে বললেন মনে হল বাংলাদেশে কোভিডের কোন সমস্য নাই। তিনি আমেরিকার সাথে তুলনা করে অনেক কিছু বলেন। কিন্তু বিষয়গুলো ভেবে দেখার দরকার।

এ সম্পর্কিত আরও খবর