সোনারগাঁওয়ের কাঁচপুরে আল নূর পেপার মিলের গ্যাসলাইনের রাইজারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে কারখানার চার নিরাপত্তা কর্মী দগ্ধ হয়েছেন।
রোববার (৪ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আরেফিন সিদ্দিক।
আহতরা হচ্ছেন- আসাদুজ্জামান, ফারুক মিয়া, মোস্তাফিজুর রহমান ও তৌহিদ মিয়া।
ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছেন।