আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম: প্রশাসনের ৫ কর্মকর্তাকে ওএসডি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 08:59:53

মুজিববর্ষের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগে প্রশাসনের পাঁচ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৪ ও ৫ জুলাই এই পাঁচ কর্মকর্তাকে ওএসডি করে আদেশ জারি করে।

মঙ্গলবার (০৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগে এই পাঁচ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন- সিরাজগঞ্জের কাজিপুরের সাবেক ইউএনও বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত উপ-সচিব শফিকুল ইসলাম, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হাসান শিপলু, বগুড়ার শেরপুরের সাবেক ইউএনও বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক লিয়াকত আলী সেখ, বরগুনার আমতলীর ইউএনও আসাদুজ্জামান এবং মুন্সীগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ-উল-সাবেরিন।

এ সম্পর্কিত আরও খবর