লাশ দেখতে এসে বাস থেকে নামতে গিয়ে...

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-14 22:10:51

খালার মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন পোশাক শ্রমিক আতিকা খাতুন। কুড়িগ্রামগামী যাত্রীবাহী এফআর পরিবহন রংপুরে পৌঁছালে বাস থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। এ সময় বাসটি দ্রুত ছেড়ে দিলে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আতিকা।

মঙ্গলবার (১৬ অক্টোবর) নগরীর মর্ডান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকা খাতুনের (৩৫) গ্রামের বাড়ি রংপুর সদর উপজেলার উত্তর মমিনপুর ইউনিয়নে। তার স্বামী মনসের আলী ঢাকাতে রিকশা চালান। তাদের পরিবারে ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।

এ ঘটনায় বাসটিকে জব্দ করতে পারেনি পুলিশ। চালক ও হেলপারের পরিচয়ও জানা যায়নি। ঢাকা থেকে ছেড়ে আসা এফআর পরিবহন নামের বাসটি রংপুর হয়ে কুড়িগ্রামের পথে যাচ্ছিল।

এদিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, খালার মৃত্যুর খবর শুনে গার্মেন্টস কর্মী আতিকা রংপুরে আসেন। গাড়ি থেকে নামার সময় ওই দুর্ঘটনা ঘটে। দুপুরে আতিকার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর